ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় একটি পাজেরো গাড়ি থেকে তিন বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। গাড়িটি জব্দ করা হয়েছে এবং চালক মো. খোকন মিয়া (৩৮) গ্রেপ্তার হয়েছেন। তিনি লক্ষীপুর জেলার রামগঞ্জ থানার কালিকাপুর গ্রামের আহম্মদ উল্লাহর ছেলে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গীর বাটা গেট থেকে কলেজ গেটের মধ্যে এই ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাটা গেট এলাকায় পাজেরো জিপটি (ঢাকা মেট্রো-ঘ-১৩-০৩৬৮) উত্তরের দিকে যাওয়ার সময় একটি রিকশাকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় একটি মোটরসাইকেল গাড়িটিকে ধাওয়া করলে কলেজ গেট এলাকায় পাজেরো গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয় জনতা গাড়ির চালক খোকনকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি তল্লাশি করে তিন বস্তা গাঁজা উদ্ধার করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এন এম নাসিরউদ্দিন জানান, পাজেরো গাড়ি থেকে কস্টেপ মোড়ানো ২৫টি প্যাকেটে (প্রতি প্যাকেটে দুই কেজি করে) মোট আনুমানিক ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।