লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় ৭ তামাক চাষিকে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দিবাগত রাত দু’টার দিকে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ী এলাকা বমুখাল নামক স্থানের তামাক চাষের খামার বাড়িতে হানা দিয়ে তাদের ধরে নিয়ে যায়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ত্রাসীরা অপহৃতদের পরিবারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর টিম উদ্ধার অভিযান পরিচালনা করছে।
সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস ও স্থানীয় সূত্র জানায়, একটি পাহাড়ী সন্ত্রাসী গ্রুপ খামার বাড়ির মালিকের কাছে চাঁদা দাবি করছিলো। ধারণা করা হচ্ছে চাঁদা না দেয়ায় ওই গ্রুপটিই মঙ্গলবার গভীর রাতে খামার বাড়িতে হানা দিয়ে কৃষকদেরকে অপহরণ করে নিয়ে যায়।
অপহৃতরা হলেন- মোঃ আমিন (৩৫), মোঃ আলেক্স জোহার (৩৫), মোঃ শফি আলম (৩২), মোঃ সাকিব (১৪), মোঃ জাভেদ (২৬), আসাদ (১৮) ও মোঃ আবু হানিফ (২১)।
লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহদাৎ হোসেন বলেছেন, অপহৃতদের উদ্ধারে যৌথবাহিনীর অভিযান চলছে।