ঢাকা
৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:১৭
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫
আপডেট: জানুয়ারি ১৪, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ১৪, ২০২৫

আওয়ামীদের প্রশ্রয় দিলে দল থেকে বহিষ্কার করা হবে: বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিতা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: বিএনপির কেউ যদি আওয়ামী সমর্থকদের প্রশ্রয় দেয়, তবে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের অন্যতম উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা।

তিনি গতকাল সোমবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলীয়ার ভোঁয়া গ্রামে আয়োজিত হযরত শাহ সূফী সাদেক আলী মুন্সী ওয়ায়েসী (র.) এর ৭৯তম ওরশ মোবারক উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা করেন।

রিতা বলেন, “বিএনপি জনগণের দল। এই দলের প্রধান লক্ষ্য দেশের মানুষের কল্যাণ। আমরা যারা এই দলের সঙ্গে যুক্ত, তাদের ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। যারা দলে বিভ্রান্তি বা অপসংস্কৃতি আনার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি।

আফরোজা খানম রিতা আরো বলেন, আমারা কি খুনী হাসিনার দুঃশাসনের কথা ভুলে যাবো? বিএনপিতে যাতে আওয়ামী দোসররা অনুপ্রবেশ করতে না পারে তার দিকে নজর রাখতে হবে। এখনও স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে তা আওয়ামী প্রেতাত্মারাই ঘটাচ্ছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে আমরা আন্দোলন করছি। দেশের মানুষকে নিপীড়ন থেকে মুক্তি দিতে আমাদের সবার এক হয়ে কাজ করতে হবে। আওয়ামীলীগ সরকারের অধীনে বাংলাদেশের মানুষ গত ১৭ বছর ধরে দুঃশাসনের শিকার হয়েছে। বিএনপি চেয়ারপার্সনের এ উপদেষ্টা আগামীতে জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জাতীয়তাবাদী দল বিএনপি কে ক্ষমতায় আনতে সবাইকে আহবান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিঘলীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান হেলালী। সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ ফ ম নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার সরকার এবং জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা সরকারি আইন কর্মকর্তা (জিপি) অ্যাভোকেট আব্দুল আউয়াল খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আরিফ হোসেন লিটন, জেলা যুবদলের সদস্য সচিব তুহিনির রহমান তুহিন, জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিন্নাহ খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন আজাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহসিন উজ্জামান, শ্রমিক দলের সভাপতি মো. মিজানুর রহমানসহ মানিকগঞ্জ জেলা ও উপজেলা বিএনপি এর বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram