লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের ডাকাত দলের প্রধান বেলাল হোসেন সহ তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় ডাকাতি হওয়া স্বর্ণালংকার।
সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন।
হাসান মোস্তফা স্বপন জানান, গত বছরের ৩০ ডিসেম্বর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের মুহাম্মদ কবির নামে এক ব্যক্তির বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কবির চন্দ্রগঞ্জ থানায় ডাকাতির মামলা করেন।
ওই মামলায় তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে গত ৮ জানুয়ারি মো. লিটন ও ৯ জানুয়ারি আটোরিকশা চালক মো. হৃদয় নামে ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশ।পরে লিটনের জবানবন্দি অনুযায়ী ১২ জানুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়ার বাজার এলাকা থেকে ডাকাত দলের প্রধান বেলাল হোসেনকে, পরে বেলালেরই দেয়া তথ্যানুযায়ী সাইদুল হক প্রকাশ আরিফ এবং আবুল কালামকে গ্রেফতার করা হয়। বেলালের তথ্যনুযায়ী কুমিল্লার চৌদ্দগ্রামের কয়েকটি জুয়েলারী দোকান থেকে লুণ্ঠিত স্বর্ণের রিং ও পার্টিচেইনসহ এক লাখ ৩৪ হাজার ৩০০ টাকার স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।
গ্রেফতার ডাকাত দলের মূলহোতা বেলাল হোসেন সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের সফি উল্যার ছেলে। অপর ডাকাতরা হলেন, রামগতির কলাকোপা এলাকার আবদুর রশিদের ছেলে আবুল কালাম ও নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম নিরঞ্জনপুর গ্রামের মজিবুল হকের ছেলে সাইদুল হক প্রকাশ আরিফ।
বেলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে বলেও জানান পুলিশ সুপার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার হামিদ।