আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মোল্লারচর এলাকায় রাস্তা পার হতে গিয়ে প্রাইভেটকার চাপায় গুরুতর আহত ৭ বছরের শিশু খাদিজা সোমবার সকালে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
নিহত শিশুটির নাম খাদিজা এবং সে গোপালদী পৌরসভার ছোট মোল্লারচর গ্রামের আকাব্বরের মেয়ে।
এর আগে, রোববার সন্ধ্যায় ওই সড়কে ঢাকাগামী একটি প্রাইভেটকার শিশুটিকে চাপা দিলে শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে কারো বিরুদ্ধে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি বলেও অফিসার ইনচার্জ জানান।