ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:১৩
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫
আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ১৩, ২০২৫

গাইবান্ধায় পদ বাণিজ্য: আ.লীগ কর্মী থেকে রাতারাতি বিএনপি নেত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা-৩ আসনের জন্য ফরম সংগ্রহ করছিলেন আগ্রহী নেতারা। সংরক্ষিত মহিলা আসনের জন্য শেষ দিনে যারা মনোনয়ন পত্র নেন, তাদের অন্যতম অরজিনা পারভীন চাঁদনী।

সেসময় তিনি বলেছিলেন, তার বাবা, দাদা এবং নানা সবাই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন বলেও জানিয়েছিলেন তিনি।

গত ৫ আগস্ট বদলে যায় সব হিসাব-নিকাশ। ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। পরিবর্তিত ও অনুকূল পরিস্থিতিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। এরমধ্যে বিএনপিও ঢেলে সাজাচ্ছে তৃণমূল কমিটি। বছর না ঘুরতেই আবারও আলোচনায় সেই অরজিনা। আওয়ামী লীগ কর্মী এবার সরাসরি পেয়ে গেলেন পলাশবাড়ী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতির পদ।

এই সময়ে আরজিনার ঠিক উল্টো সুর। তিনি জানান, তিনি বিএনপি পরিবারের সন্তান। তার বাবা দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপি করছে। তার বাবা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি, ইউনিয়নের ধর্ম বিষয়ক সম্পাদক এবং থানা কৃষক দলের সদস্য হিসেবে আছেন বলে জানান তিনি।

তবে শুধু অরজিনা নন, কমিটির সাংগঠনিক সম্পদক নাছিমা বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কর্মী হিসেবে কাজ করার অভিযোগ ওঠে। বিতর্কিত কমিটি ঘোষণার পরপরই ফুঁসে ওঠেন তৃণমূল নেতাকর্মীরা। তারা এই কমিটি মানেন না এবং টাকা খেয়ে এই কমিটি দেয়া হয়েছে এমন অভিযোগ করেন।

টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের পদ দেয়ার অভিযোগ করেন উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা মহিলা দলের সভাপতি’সহ কয়েকজনের বিরুদ্ধে। এসব অভিযোগের প্রমাণ হিসেবে তারা একটি ফোন কলও হাজির করেন যেখানে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম মণ্ডলকে বলতে শোনা যায়, ব্যাবসা করতে গেলে আওয়ামী লীগের সাথেই করা লাগবে। এর নেপথ্যে থেকে কেন্দ্রীয় পর্যন্ত সাহায্য করতে হবে। টাকা পয়সা সব চাঁদনী খরচ করবে।

এদিকে, সমালোচনার মুখে কমিটি বিলুপ্ত করেন জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমীন শোভা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি ফরিদা ইয়াসমীন শোভা কিংবা আব্দুস সালাম মণ্ডল।

গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল জানান, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।

তবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেও অভিযোগ খতিয়ে দেখতে কোনো তদন্ত কমিটি গঠন করেনি বিএনপি।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram