চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় মোঃ লিয়াকত আলী (৩৬) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড, সেইসাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।
আজ বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ মিজানুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। লিয়াকত শিবগঞ্জের নয়ালাভাঙ্গা চন্ডীপুর ঘোনপাড়ার মৃত লোকমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল জানান, ২০২০ সালের ৫ নভেম্বর নয়ালাভাঙ্গা বইলতলা বাজারের সামনের সড়কের উপর র্যাবের হাতে দেড় কেজি হেরোইনসহ আটক হয় লিয়াকত। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাব-৫ এর নায়েব সুবেদার আবু তালেব। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক আতাউর রহমান ২০২০ সালের ৩০ নভেম্বর লিয়াকতকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা করেন।