ঢাকা
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৪
প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৫
আপডেট: জানুয়ারি ৯, ২০২৫
প্রকাশিত : জানুয়ারি ৯, ২০২৫

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণের

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক তরুণের। তার নাম নঈমুল হোসেন (২৪)। চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ওই তরুণ নিহত হন। এই ঘটনায় আহত হয়েছেন পথচারী বৃদ্ধ আজিজুক হক (৫৫)।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ৩ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আরশিনগর ফিউচার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নঈমুল উপজেলার ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের মৌলভী বাড়ীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য তোফাজ্জল হোসেনের একমাত্র পুত্র।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার আরশিনগর এলাকায় নঈমুল হোসেন পৌঁছলে আজিজুল হক নামে এক বৃদ্ধ যোহরের নামাজ পড়ে মহাসড়ক পার হচ্ছিলেন। তিনি অসতর্কভাবে পার হওয়ায় তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পতিত হয় নঈমুল হোসেন। এসময় ওই বৃদ্ধও গুরুতর আহত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে নঈমুল হোসেনের মোটরসাইকেল সামনের একটি ট্রাকের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি (চট্ট-মেট্টো-ল ২০২১০৯) দুমড়েমুচড়ে যায়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আল নুর হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নঈমুলের জেঠাতো ভাই রনি চৌধুরী বলেন, ‘আমার ভাই একটি সিম কোম্পানিতে পার্টটাইম কাজ করেন। বৃহস্পতিবার দুপুরে কাজের সুবাদে আরশিনগর এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এটি মেনে নেওয়া আমাদের জন্য খুবই কষ্টদায়ক। আমার জেঠা একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কিভাবে সান্ত্বনা দিবো তাকে। আগামীকাল শুক্রবার সকাল ১০ টায় তার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।’

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শ্যামলী রাণী দে বলেন, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার নঈমুলকে হাসপাতালে আনার আগেই মারা যায়। সে মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এই দুর্ঘটনায় আজিজুল হক নামে আহত এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় নিহত হওয়ার খবর শুনেছি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram