কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজরের রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তপন মল্লিক আটক হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) বিকালে রামু বাইপাস সংলগ্ন ইসলামী ব্যাংকের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্রজনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন।
তপন মল্লিক বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের ডান হাত হিসেবে পরিচিত ছিলেন। তপন মল্লিক রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল গ্রামের বাসিন্দা।
রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, ছাত্রজনতা রামু বাইপাস এলাকা থেকে তপন মল্লিককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। বর্তমানে তিনি রামু থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, ২০১৮ সালে রামুতে বিএনপির নির্বাচনী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে কয়েকমাস আগে রামু থানায় মামলা দায়ের করেন বিএনপি নেতা মেরাজ আহমেদ মাহিন চৌধুরী। তিনি ওই মামলার এজাহারভুক্ত আসামি।