কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার-টেকনাফ মহাসড়কের উখিয়া বালুখালী ঢালার মুখে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বাংলাদেশি ও অপর এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে উখিয়া শাহপুরী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুইটি জব্দ করে। এ সময় বাস চালক পালিয়ে যায়।
নিহতরা হলেন- উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জে ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিকের ছেলে আবদুর রহমান (১৮) ও সাতক্ষীরার খলিশখালী গ্রামের আনিছ গাজীর ছেলে লিটন গাজী (১৮)।
শাহপরীর হাইওয়ে পুলিশের ওসি মাহাবুব আলম জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।