ঢাকা
১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:২০
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৪
আপডেট: ডিসেম্বর ৩১, ২০২৪
প্রকাশিত : ডিসেম্বর ৩১, ২০২৪

ভ্রমণিকা-অ্যাপ চালু করল কক্সবাজার জেলা প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারবাসী ও ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ইংরেজী নববর্ষের উপহার ‘ভ্রমণিকা’ অ্যাপ চালু করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে পর্যটকদের ‘Personal Travel Guide’ হিসেবে তৈরী হয়েছে এই ‘Vromonika’ অ্যাপটি। পর্যটকদের জন্য প্রয়োজনীয় সকল তথ্য রয়েছে ‘ভ্রমণিকা’ অ্যাপসে, একেবারে হাতের মুঠোয় কক্সবাজার। সমুদ্র নগরী ভ্রমণের পরিকল্পনায় প্রথমে প্রয়োজন আবাসন। কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্টের তথ্য এই অ্যাপসে সন্নিবেশিত আছে। একজন পর্যটক কক্সবাজারের যে স্পট বা যে সৈকতের কাছাকাছি থাকতে চান, সে অনুযায়ী সহজে হোটেল, মোটেল, রিসোর্ট খুঁজে নিতে পারবেন। পর্যায়ক্রমে সকল হোটেল-মোটেল এর সকল তথ্য যুক্ত করা হচ্ছে এ অ্যাপসে ।

কক্সবাজার ভ্রমণের প্রয়োজনীয় যাতায়াতের ভ্রমণে এসে পর্যটকগণ কোন কোন স্পটে যেতে পারেন, কীভাবে যেতে পারেন, কখন যেতে পারেন, সেখানে কী কী দেখার আছে, কী ধরনের রেস্টুরেন্ট আছে, কী কী রাইড বা একটিভিটি আছে এসব তথ্য পাবেন এই একটি অ্যাপসে। প্রতিটি স্পটের দুরত্ব, গুগল ম্যাপ ডিরেকশান ও প্রয়োজনীয় সতর্কতা নির্দেশনাও দেয়া আছে পর্যটকদের জন্য।

পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিদিনের জোয়ার-ভাটার সময় ও আবহাওয়ার পূর্ভাবাস তাৎক্ষণিকভাবে জানার ব্যবস্থা আছে এই অ্যাপসে। পর্যটকদের সচেতনতার জন্য সৈকতের বিপদজনক পয়েন্টের তথ্য দেয়া আছে। এছাড়া যেকোন জরুরী মুহুর্তে যোগাযোগের জন্য জেলা প্রশাসনের পর্যটন ম্যাজিস্ট্রেট, ট্যুরিষ্ট পুলিশ, ডাক্তার ও বীচ ভলান্টিয়ারদের প্রয়োজনীয় ফোন নম্বর দেয়া আছে। পাশাপাশি লাইফ গার্ড সার্ভিস ও এম্বুলেন্স এর ফোন নম্বরও পাওয়া যাচ্ছে সহজে। এমনকি এই অ্যাপসে থেকে সরাসরি কল করার ব্যবস্থাও আছে। সৈকত ভ্রমণকালে ঘোড়ায় চড়া, বীচ বাইক রাইড, জেটস্কি রাইড, লকার সার্ভিস, ফটোগ্রাফীসহ যেকোন সেবা কোথায় কখন পাওয়া যাবে সেসব বিস্তারিত তথ্যও আছে।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বলেন, জেলা প্রশাসন চেয়েছে এমন একটি অ্যাপস সবার হাতে তুলে দিতে চায় যেটি পর্যটকদের জন্য ওয়ান স্টপ সার্ভিস এর দরজা উম্নুক্ত করবে। প্রথম সংস্করণে পর্যটকদের প্রয়োজনীয় সকল তথ্য এতে সন্নিবেশিত হয়েছে। পর্যায়ক্রমে এই এপ থেকেই হোটেল-রেস্টুরেন্ট বা রাইড সহ সকল এক্টিভিটি বুকিং করা যাবে।

এ বিষয়ে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, জেলা প্রশাসনের পক্ষ হতে ভ্রমনিকা সম্মানিত পর্যটক এবং জেলাবাসীর জন্য নতুন বছরের উপহার হিসেবে তৈরী করেছি। ভ্রমনিকা তৈরীর প্রেরণা দিয়েছেন এ জেলাবাসীরা। নতুন বছরে তাদের ধন্যবাদ ও শুভেচ্ছা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গুগল প্লে স্টোরে ‘Vromonika’ নামে অ্যাপসটি পাওয়া যাচ্ছে। এন্ড্রয়েড মোবাইলে ডাউনলোড করে সহজে ব্যবহার করা যাচ্ছে এর প্রথম সংস্করণ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram