ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে জনতার হাতে আটকের পর দু'টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের জামাতা আবুল কালাম আজাদ মিন্টুকে পাবনা আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঈশ্বরদী থানা পুলিশ গত ৪ আগষ্ট শহরের কাচারিপাড়া ও উপজেলার দাশুড়িয়া মোড়ে ছাত্রজনতা উপর হামলার দু'টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র। তিনি ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে ৪ আগষ্ট ছাত্র-জনতার ওপর হামলা গুলিবর্ষণের মামলার এজাহারে সরাসরি তাঁর নাম নেই। ঈশ্বরদী থানা পুলিশের মামলা তদন্তে তার নাম এসেছে।
জানা গেছে, সোমবার দুপুরে রাজধানীর ফার্মগেট এলাকায় চলাফেরা করার সময় স্থানীয় কিছু জনতা তাকে আটকায় এবং আনন্দ সিনেমা হলের পাশে নিয়ে মারধর করে। খবর পেয়ে তেজগাঁও পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। রাতেই তাকে ঈশ্বরদী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তেঁজগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঈশ্বরদী থানায় আবুল কালাম আজাদ মিন্টুকে হস্তান্তরের বিষয়টি স্বীকার করে জানান, ফার্মগেটে স্থানীয় জনতার হাতে আটকের খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে তেঁজগাও থানায় নিয়ে আসি। কিন্তু মামলা থাকায় তাকে রাতেই ঈশ্বরদী থানায় পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এস আই শরিফুজ্জামান জানান, আবুল কালাম আজাদ মিন্টু এজাহারনামীয় না হলেও ঈশ্বরদী এবং দাশুড়িয়ার দু'টি মামলা তদন্তে তার নাম আসায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।