আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে নসিমনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনাটি ঘটেছে উপজেলার মোল্লারচর এলাকায় মদনগঞ্জ-নরসিংদী আঞ্চলিক মহাসড়কে (পুরাতন রেলওয়ে সড়ক)।
নিহতরা হলেন- সোনারগাঁয়ের আমগাঁও এলাকার বাসিন্দা সহিদুল ইসলামের ছেলে সোহাগ (২৮) এবং একই এলাকার রফিকের ছেলে উজ্জল (৩৫)। এছাড়া মোটরসাইকেলে থাকা অপর যাত্রী মিঠু (২০) গুরুতর আহত হলে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৩জন আরোহীসহ মোটরসাইকেলটি নরসিংদী পাসাপোর্ট অফিসে যাওয়ার সময় একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন মোটরসাইকেলকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে উপস্থিত জনতা হাসপাতালে পাঠায়। নিহতদের লাশ উদ্ধার করেছে আড়াইহাজার থানা পুলিশ।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।