সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, পাহাড়ের নিরাপত্তা জনিত কারণ দেখিয়ে ধর্মীয় অনুষ্ঠান বর্জনের সুযোগ নেই। পাহাড়ে অনাকাঙ্ক্ষিত যা ঘটে থাকুক না কেন সেগুলোকে তদন্ত করে দোষীদের চিন্তিত করে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, পাহাড়ের ধর্মীয় অনুষ্ঠান বর্জন, পার্বত্য এলাকায় পর্যটন শিল্পকে রক্ষা ও সম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক সংঘাতের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।’
মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সাম্প্রতিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে অর্থ সহায়তা ও খাদ্য সামগ্রী বিতরণ এবং সম্প্রীতি সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরো বলেন, পাহাড়ে যারা সংঘর্ষের মাধ্যমে অশান্তি তৈরী করছে তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে সকলকে এক যোগে কাজ করতে হবে, তবেই পাহাড়ে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সম্ভব হবে।
এ সময় খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে ও দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদের উপস্থাপনায় অন্যদের মধ্যে খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল, দীঘিনালা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ধর্মজ্যোতি চাকমা, সাবেক চেয়ারম্যান নব কমল চাকমা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন চয়ন বিকাশ চাকমা, চাঙমা সাহিত্য ও সংস্কৃতিক সংগঠক আনন্দ মোহন চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি সোহেল রানা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের দীঘিনালা উপজেলার সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, দীঘিনালা সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামালুল হাসান জামিল, উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মৃদুল কান্তি সেন, রাজবিহারের উপাধ্যক্ষ ভান্তে বুদ্ধজ্যোতি প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা পাহাড়ে সম্প্রদায়িক হামলায় জরিতদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে অনুরোধ করেন। এছাড়াও বাঙালীদের পক্ষ থেকে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজী বন্ধ করতে ও পাহাড়িদের পক্ষ থেকে পার্বত্য চট্টগ্রামে শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবী জানান।