মোঃ আলমগীর মিয়া, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় সাবেক গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী সহ সাবেক তিন এমপি মজিবুল বশর মাইজ ভান্ডারী, উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী ও এডঃ জিয়াউল হক মৃধার নামে লিটন মিয়া হত্যা মামলা দায়ের করেছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেস্বর) দুপুরে মাওলানা মোঃ সুলতান উদ্দিন বাদী হয়ে সরাইল থানায় এ মামলাটি দায়ের করেছেন।
অভিযোগ পত্রে জানা যায়, ২০২১ সালের ২৮ মার্চ সরাইল বিশ্বরোডের পশ্চিম দিকে লাল শালুক হোটেলের সামনে কতেক আসামীদের অগ্নেয়াস্ত্রের গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় লিটন মিয়া। লিটন মিয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাঠানিশার গ্রামের মোজাম মিয়ার ছেলে। এই মামলায় মোট ৬৭ জনকে আসামী করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা রয়েছে ২/৩ শ জন।
আরো আসামীরা হলেন- এডঃ নাজমুল হোসেন, সাইফুল ইসলাম ঠাকুর রাব্বি, শরিফ উদ্দিন, বাপ্পি, রোকেয়া বেগম, সমর ভৌমিক সহ মোট ৬৭ জন। বাদী মাওলানা মোঃ সুলতান উদ্দিন বলেন, লিটন মিয়া হেফাজতের সমর্থক ছিলেন।
এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার তদন্ত কর্মকর্তা মোঃ রফিকুল হাসান।