মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মো.বশির আহমেদ বলেছেন, আমাদের রাষ্ট্র ও সমাজ ব্যবস্থায় কোথাও যেন কোন বৈষম্য না থাকে, মানুষ যেন স্বাধীনভাবে আইনের আশ্রয় নিতে পারে সে ব্যাপারে সচেষ্ট থেকে মানুষের কল্যাণে কাজ করে যাবো।
আজ (রোববার) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে মানিকগঞ্জের সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার মতবিনিময় সভায় এসব কথা বলেন।
বিভিন্ন সময় মানুষের সাথে পুলিশ সদস্যরা যে অন্যায় আচরণ করেছে সেজন্য দুঃখ প্রকাশ করে তিনি আরও বলেন, সামনের দিনগুলোতে জেলা পুলিশকে জনবান্ধব পুলিশে পরিণত করে মানুষের কল্যাণে শতভাগ সেবা দেয়ার চেষ্টা করবো।
এসময় সাংবাদিকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই ও ৪ আগষ্ট আওয়ামী যুবলীগ, ছাত্রলীগসহ পুলিশের নির্যাতনের ঘটনাগুলো তুলে ধরেন। ওইসব ঘটনায় ছাত্র-জনতাকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করার ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। এছাড়া, আগামীর মানিকগঞ্জকে আইনশৃঙ্খলা সঠিকভাবে বজায় রেখে চাঁদাবাজিমুক্ত মানিকগঞ্জ গড়ে তোলার আহবান জানান। জবাবে পুলিশ সুপার তার সর্বাত্মক চেষ্টা দিয়ে চাঁদামুক্ত ও সুষ্ঠ আইনশৃঙ্খলা বজায় রেখে আধুনিক মানিকগঞ্জ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ইমতিয়াজ মাহবুব সহ মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি ও সম্পাদক পরিষদের সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মানিকগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ বশির আহমেদ এর আগে নোয়াখালী জেলা পুলিশের সিআইডি শাখার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। গত ২৭ আগস্ট স্বরাস্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মানিকগঞ্জের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়।