ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৬
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৪
আপডেট: আগস্ট ৩০, ২০২৪
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৪

জয়পুরহাটে সাবেক হুইপ স্বপন ও এমপি দুদুসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যার উদ্দেশ্যে মারপিট ও গুলি করে আহত করার অভিযোগে থানায় মামলা করেছে শিক্ষার্থী রাকিব হাসান (২২)।

মামলায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য সামছুল আলম দুদুসহ ১১৯ জনকে আসামি করা হয়েছে।

গুলিবিদ্ধ রাকিব হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলাটি করেন।

পায়ে গুলিবিদ্ধ রাকিব হোসেন (২২) নওগাঁ জেলার বদলগাছী উপজেলার জগদীশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জ ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

বিষয়টি গতকাল রাত ৯টায় নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবীর।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে সংঘর্ষ বাঁধে। এতে রাকিব হোসেনের পায়ে গুলি লাগলে গুরুতর আহত হয়। এছাড়া ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নজিবুল সরকার বিশাল নিহত হন। তিনি পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের মজিদুল সরকারের ছেলে। নজিবুল সরকার পাঁচবিবি বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আর রহিম নামে একজন সাবেক যুবলীগ নেতা গণপিটুনিতে গুরুতর আহত হয়। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ঘটনার ২৪ দিন পর গুলিবিদ্ধ রাকিব হোসেন বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ১১৯ জনের নাম উল্লেখ ও ৩০০ হতে ৩৫০ জনকে অজ্ঞাত করে মামলা করেন।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, মামলার বাদী রাকিব হোসেন ৪ আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে ২৮ আগস্ট জয়পুরহাটের সাবেক দুই এমপিসহ ১১৯জনের নাম উল্লেখ ও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা করেছে। ৪ আগস্ট ও ৫ আগস্টের ঘটনায় ২টি হত্যা ও ১টি সন্ত্রাসী হামলাসগ ৩টি মামলা হয়েছে। এখন পর্যন্ত তিনটি মামলায় কোন আসামি গ্রেপ্তার হয় নাই। গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram