ঢাকা
৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
রাত ৮:৫৯
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৪
আপডেট: আগস্ট ১৭, ২০২৪
প্রকাশিত : আগস্ট ১৭, ২০২৪

উপকূলীয় এলাকায় বইছে ঝড়ো বাতাস, হচ্ছে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকাগুলোয় ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে। শনিবার (১৭ আগস্ট) কক্সবাজারে লঘুচাপের প্রভাবে সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্র সৈকতে বইছে ঝড়ো বাতাস।

জানা গেছে, সাগরে মাছ ধরতে গিয়ে কয়েকটি ট্রলার ও নৌকা ফিরে আসলেও আটকা পড়েছে বেশ কিছু নৌযান। উত্তাল রূপ ধারণ করেছে সমুদ্র।

সমুদ্রবন্দরগুলোতেও ইতোমধ্যে দেয়া হয়েছে ৩ নম্বর সতর্ক সংকেত। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাগরে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে, বৈরি আবহাওয়ার মধ্যেও সৈকতে রয়েছে পর্যটকদের আনাগোনা। টানা ৩ দিন বৃষ্টি ও দমকা হাওয়ার আভাস দিয়েছে জাতীয় আবহাওয়া অধিদফতর। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ পরিণত হয়েছে স্পষ্ট লঘুচাপে।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঢাকাসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram