লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে চাঁদাবাজি, সরকারি অফিস দুর্নীতি মুক্ত করাসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্র-জনতার ওপর পরিচালিত গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিসহ চার দফা দাবি জানান তারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১২টার দিকে লালপুর ত্রিমোহনী চত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এসময় বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ বাকি, ঈশ্বরদী সরকারি কলেজের শিক্ষার্থী সাদ্দাম হোসেন, মেহেদী হাসান, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লোহান রিয়াসদ রিদু প্রমূখ।
শিক্ষার্থীদের ১০ দফা দাবি হলো:
১. লালপুর বাজারের লুটপাট, চাঁদাবাজি বন্ধ করে ফুটপাত দখল মুক্ত করতে হবে।
২. লালপুরে বাইপাস সড়ক নির্মাণ, পাবলিক লাইব্রেরী হতে তেলপাম্প রাস্তা সংযোজন হলে লালপুরের অর্ধেক যানজট নিরসন সম্ভব।
৩. পুরাতন ড্রেন পরিষ্কার করে মাছ বাজার দিয়ে হলমোড় সাঁকো হয়ে পদ্মানদী অবধি পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৪. দোকানে মূল্যতালিকা প্রদর্শন করতে হবে এবং নিয়মিত বাজার মনিটরিং করতে হবে।
৫. পুকুর খনন সম্পন্ন রূপে বন্ধ করতে হবে।
৬. সিএনজি ভাড়াসহ বিভিন্ন যানবাহনের অতিরিক্ত ভাড়া কমানোর জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭. কৃষি অফিস, মৎস্য অফিসসহ যেকোন প্রদর্শনীতে প্রান্তিক ও প্রকৃত কৃষকদের মূল্যায়ন করতে হবে।
৮. ভূমি অফিসসহ সকল সরকারি অফিস দুর্নীতি মুক্ত করতে হবে।
৯. প্রতিটি অফিসে সেবাগ্রহিতাদের ছবিসহ তথ্য সংরক্ষণ ও তালিকা রাখা, প্রয়োজনে তা প্রদর্শনের ব্যবস্থা রাখা।
১০. উপজেলা দপ্তরসহ প্রত্যেকটি সরকারি অফিসের সকল প্রয়োজনীয় তথ্য, কার্যক্রম, প্রকল্পসমূহ যেগুলো সমাপ্ত, চলমান এবং পরিকল্পনাধীন তার সমস্ত পরিপূর্ণ তথ্যসহ ওয়েবসাইটে হালনাগাদ করে জনসাধারণের কাছে প্রকাশ করতে হবে।