লালমনিরহাট প্রতিনিধি: গতকাল সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে লালমনিরহাট সদর উপজেলা, পাটগ্রাম, হাতীবান্ধা ও কালীগঞ্জ উপজেলায় আনন্দে উল্লাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা।
এ সুযোগে লালমনিরহাট-৩ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মতিয়ার রহমানের বাসভবনে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। দুই আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান এর আহমেদ বাসভবন, জেলা আওয়ামী লীগের কার্যালয় সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান হামলা করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
অগ্নিসংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়ি হতে আজই মঙ্গলবার সকালে অগ্নিদগ্ধ ছয়টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা সকলে শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহতরা হলেন- মৃত জাহিদুল ইসলামের পুত্র তন্ময় আহমেদ, সাইদুল ইসলাম মিঠুলের পুত্র শ্রাবণ, সেকেন্দার আলির পুত্র জনি, রেজাউল কবীর সরকারের পুত্র রাজিবুল করিম, জিয়াউর রহমানের পুত্র রাদিক হোসেন রসো সহ মোট ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় জেলা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।