ঢাকা
১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
ভোর ৫:২৯
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৪
আপডেট: জুলাই ৩০, ২০২৪
প্রকাশিত : জুলাই ৩০, ২০২৪

যশোরে যুবলীগ নেতার বাসায় অভিযান, ফেনসিডিলসহ স্ত্রী আটক

যশোর প্রতিনিধি: আজ মঙ্গলবার সকালে যশোর শহরতলীর বিরামপুর এলাকার এক যুবলীগ নেতার বাড়ি থেকে ১৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার ও যুবলীগ নেতার স্ত্রী সুলতানা বেগমকে (৫৩) আটক করেছে যশোর মাদকদ্রব্য অধিদপ্তরের সদস্যরা। এ সময় যুবলীগের ওই নেতা বাড়ি থেকে পালিয়ে যায়।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানিয়েছেন মঙ্গলবার সকাল দশটার দিকে যশোর শহরতলীর বিরামপুর ফকিরার মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৭৫ বোতল ফেনসিডিলসহ এলাকার কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। এ সময় কেরামত আলী মোল্লা মাদকদ্রব্য অধিদপ্তরে সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ফেনসিডিলসহ আটক সুলতানা বেগমের স্বামী কেরামত আলী মোল্লা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সভাপতি ও জেলা যুবলীগের কার্যকরী সদস্য। কেরামত আলীর বিরুদ্ধে যশোর জেলার বিভিন্ন থানায় সন্ত্রাসী কার্যক্রম অস্ত্রসহ বহু মামলা রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যশোরের উপপরিচালক আসলাম হোসেন সাংবাদিকদের আরো জানিয়েছেন, কেরামত আলী মোল্লা (৬০) ও তার স্ত্রী এলাকায় মাদক ব্যবসা করেন। গোপন এই খবরের ভিত্তিতে আমরা ছদ্মবেশে বেশ কয়েকদিন এলাকায় তদারকি করি। অনুসন্ধানে বিষয়টি প্রমাণিত হওয়ায় আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে আমরা কেরামত আলী মোল্লার বাড়িতে অভিযান চালাই। অভিযানের খবর জানতে পেরে কেরামত আলী মোল্লা পালিয়ে যান। আমরা তার বসতঘরে অভিযান চালিয়ে ৭টি বান্ডিলে ২৫ করে মোট ১৭৫ ফেনসিডিল উদ্ধার করি। ফেনসিডিল তার শোয়ার ঘরে খাটের নিচে সাজানো ছিল। একইসাথে কেরামত আলী মোল্লার স্ত্রী সুলতানা বেগমকে আটক করি।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক শাহীন পারভেজ, সুলতানা বেগম ও তার স্বামী কেরামত আলী মোল্লাকে আসামি করে মাদকদ্রব্য আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৮৬।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram