সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘সাদা এপ্রোনে আজ আমরা রাজপথে, কতদূর আর কোটার পতন হতে।’ ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।’ অথবা ‘কোটা তোমাদের হাতিয়ার, মেধা আমাদের অহংকার।’ এমন সব প্রতিবাদী স্লোগানে কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (বমেক) হাসপাতালের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেছেন তারা।
মেডিকেল কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব, আবেদ ভুঁইয়া, আবু সায়েম, আজহারুল ইসলাম ও তারেক বিন আশরাফের সমন্বয়ে বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় কোটার যৌক্তিক সংস্কার দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা। এসময় আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার বলেও স্লোগান দেন শিক্ষার্থীরা।