ঢাকা
২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৫
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৪
আপডেট: জুলাই ১৬, ২০২৪
প্রকাশিত : জুলাই ১৬, ২০২৪

শান্তিগঞ্জে কোটা সংস্কার আন্দোলন ও হামলার প্রতিবাদে বমেকের বিক্ষোভ মিছিল

সোহেল তালুকদার, শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: ‘সাদা এপ্রোনে আজ আমরা রাজপথে, কতদূর আর কোটার পতন হতে।’ ‘কোটা সংস্কার চাই, মেধা হোক সবচেয়ে বড় কোটা।’ অথবা ‘কোটা তোমাদের হাতিয়ার, মেধা আমাদের অহংকার।’ এমন সব প্রতিবাদী স্লোগানে কোটা সংস্কার আন্দোলনের সাথে সংহতি প্রকাশ ও ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (বমেক) হাসপাতালের শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল করেছেন তারা।

মেডিকেল কলেজের শিক্ষার্থী হাবিবুর রহমান হাবিব, আবেদ ভুঁইয়া, আবু সায়েম, আজহারুল ইসলাম ও তারেক বিন আশরাফের সমন্বয়ে বিক্ষোভ মিছিলে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় কোটার যৌক্তিক সংস্কার দাবি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান শিক্ষার্থীরা। এসময় আমি কে, তুমি কে? রাজাকার, রাজাকার বলেও স্লোগান দেন শিক্ষার্থীরা।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram