রাজধানীর শাহবাগে আন্দোলরত ইনকিলাব মঞ্চের দাবির সাথে একমত পোষণ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, পুলিশকে আক্রমণ করলে দেশের আইনশৃঙ্খলা আরও ভেঙে পড়বে।
বুধবার (১২ মার্চ) গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তার ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার, তিন মাসের মধ্যে ধর্ষণের বিচার নিষ্পত্তিসহ মোট পাঁচ দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শাহবাগে শান্তিপূর্ণ এই আন্দোলন চলবে বলেও জানান তারা।
উল্লেখ্য, রাতে ঝটিকা মিছিল করে সংগঠনটি। মিছিলটি শাহবাগ থেকে টিএসসি হয়ে নীলক্ষেত মোড় হয়ে শাহবাগে এসে রাতভর অবস্থান নেয়।