ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে তৌফিকুর রহমান অর্ণবের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার (২৪ জুন) সকালে দুদকের আবেদনের ওপর শুনানি শেষে দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন তাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করে এই আদেশ দেন।
অর্ণবের কোরবানির জন্য ১৫ লাখ টাকার ছাগল কেনা নিয়ে ফেসবুকে আলোচনার প্রেক্ষিতে পিতা মতিউরের নাম সামনে আসে। এরপর একে একে বেরিয়ে আসে সরকারি কর্মকর্তা মতিউরের অবৈধ সম্পদের পাহাড়।
এরপর থেকে তাকে ওএসডি করা হয়েছে। নানা খবরে এসেছে মতিউর এবং তার স্ত্রী-সন্তান ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে।