বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক গঠনমূলক ফলপ্রসূ ও অর্থবহ হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (৪ এপ্রিল) থাইল্যান্ডে বৈঠকের পর তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আধা ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
প্রেস সচিব বলেন, বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনা ফেরত চাওয়া হয়েছে। একই সঙ্গে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশে উত্তেজনা তৈরির করার চেষ্টা করছেন, সেটিও মনে করিয়ে দেয়া হয়েছে নরেন্দ্র মোদিকে।
তিনি বলেন, স্বল্প সময়ের এ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধেও আলোচনা হয়। গঙ্গা চুক্তির নবায়ন ও তিস্তার পানি নিয়ে কথা হয়েছে বলেও জানান প্রেস সচিব।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো।