ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৮
প্রকাশিত : মার্চ ৫, ২০২৫
আপডেট: মার্চ ৫, ২০২৫
প্রকাশিত : মার্চ ৫, ২০২৫

এইচ টি ইমামের ছেলের সাবেক স্ত্রীর বাসায় একাধিক ব্যক্তির তল্লাশি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের ছেলে তানভীর ইমামের সাবেক স্ত্রীর গুলশানের বাসায় বিপুল পরিমাণ অবৈধ অর্থ লুকিয়ে রাখা হয়েছে; এমন তথ্যের ভিত্তিতে মধ্যরাতে দরজা ভেঙে ‘তল্লাশির’ নামে ঢুকে পড়ে একদল জনতা। টাকা খোঁজার অজুহাতে সেখানে প্রবেশ করে বাসাটি তছনছ করেছে তারা।

রাত ১১টার দিকে গুলশানের দিকে মিছিল নিয়ে যায় বিপ্লবী ছাত্র-জনতা নামে ২০-২৫ জনের একটি দল। মুহূর্তেই বাড়ির প্রধান ফটক ভেঙে প্রবেশ করে তারা।

বাড়িতে প্রবেশকারীরা জানান, ফ্ল্যাটে এইচ টি ইমামের ছেলের অবৈধ টাকা রাখা আছে এমন খবর পেয়ে এসেছেন তারা। আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া বাড়িতে প্রবেশ নিয়ে কোন সদুত্তর দিতে পারেনি তারা। তাদের বাসায় ঢুকে যাওয়ার ঘণ্টাখানেক পর রাত দেড়টার পরে সেখানে সেনা সদস্যরা যান।

বাড়ির গৃহকর্মী জানান, তানভীর ইমামের সাথে প্রায় ২৭ বছর আগে বিবাহবিচ্ছেদ হয় বাসার মালিকের। তিনি বর্তমানে বিদেশে থাকেন।

রাত ১২টার কিছু পরে ঘটনাস্থলে আসেন গুলশান জোনের ডিসি, গুলশান থানার ওসি’সহ সেনাবাহিনীর সদস্যরা। একটি কক্ষে বেশ কিছুক্ষণ প্রবেশকারীদের সাথে কথা বলেন তারা।

বাড়িতে প্রবেশকারী একজনকে প্রশ্ন করা হয় যেই উদ্দেশে তিনি এসেছেন এবং তল্লাশি চালিয়েছেন সেই উদ্দেশ্য সফল হয়েছে কি না — উত্তরে তিনি বলেন, না! সাবেক প্রধানমন্ত্রীর দলের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

এরপর তাকে প্রশ্ন করা হয়, তাহলে তল্লাশির নামে লুটপাট কেন? উত্তরে তিনি বলেন, ওই ফ্ল্যাট থেকে কোন ধরনের লুটপাট করা হয়নি।

অতঃপর রাত আড়াইটার দিকে গণমাধ্যমের উপস্থিতিতেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সামনে দিয়ে দেশের সাধারণ জনগণ পরিচয় দিয়ে বের হয়ে যান প্রবেশকারীরা।

এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। এমনকি গণমাধ্যমের সাথে কোনো কথাই বলেনি পুলিশ কিংবা সেনাবাহিনী।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram