ঢাকা
২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সকাল ৮:৪৩
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৫
আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০২৫
প্রকাশিত : ফেব্রুয়ারি ৬, ২০২৫

জুনের মধ্যে মূল্যস্ফীতি ৮ শতাংশে নামানোর লক্ষ্য সরকারের

চলতি ২০২৪-২৫ অর্থবছরের মধ্যে, অর্থাৎ আগামী জুনের মধ্যেই সার্বিক মূল্যস্ফীতি ৮ শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট–সংক্রান্ত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈঠকে উপস্থিত ছিলেন— অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন বিভাগের সচিব ও অতিরিক্ত সচিবরা।

বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট নিয়েও আলোচনা হয়।

সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রণীত বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬ দশমিক ৫ শতাংশ। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি হয়। অর্থনীতিবিদরা অভিযোগ করেছেন, আওয়ামী লীগ আমলে মূল্যস্ফীতির প্রকৃত চিত্র আড়াল করা হতো।

বর্তমান সরকার দাবি করছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এখন প্রকৃত তথ্য প্রকাশ করছে। বিবিএসের সর্বশেষ তথ্যানুযায়ী, জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে ৯ দশমিক ৯৪ শতাংশে নেমেছে।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত গত ডিসেম্বরে কো-অর্ডিনেশন কাউন্সিলের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ৭ শতাংশ নির্ধারণ করা হয়।

বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ দশমিক ২৫ শতাংশ। মূল বাজেটে এটি ৬ দশমিক ৮ শতাংশ ধরা হয়েছিল, তবে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) পূর্বাভাস দিয়েছে, প্রকৃত প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি নাও হতে পারে।

চলতি অর্থবছরের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এটি ২২ হাজার কোটি টাকা কমিয়ে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকা নির্ধারণ করা হবে।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 'বৈঠকটি মূলত সংশোধিত বাজেট নিয়ে ছিল। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মূল্যস্ফীতি কমছে এবং রোজার পর আরও কমবে। আপনারা তা দেখতে পাবেন।'

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram