চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে বিএসএফ ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। রবিবার রাতে রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে জনপ্রতিনিধি, আটককৃতদের স্বজন ও স্থানীয়রা। যদিও বিজিবি’র পক্ষ থেকে এ বিষয়ে কোন সত্যতা নিশ্চিত করা হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, গত রাতে ৫ জনের একটি গরু চোরাকারবারির দল ভারতে গরু আনতে যায়। এ সময় রোকনপুর সীমান্তের ওপারে ভারতের ইটাখোলা সীমান্তে প্রথমে স্থানীয় ভারতীয় জনগণ তাদের আটক করে। এ সময় একজন পালিয়ে এলেও, ৪ জনকে আটক করে ভারতীয়রা। পরে তাদের বিএসএফের হাতে সোপর্দ করা হয়। তবে পালিয়ে আসা ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান আটক মুকুলের পরিবারের বরাত দিয়ে ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ব্যক্তিরা গরুর রাখাল ছিল। এছাড়া আটক মুকুলের ভাই সোহবুল জানিয়েছেন, ভারতীয় লোকজন তাদের আটক করে বিএসএফের কাছে সোপর্দ করে। পরে ভারতীয় লোকজন মোবাইল মারফত ও তাদের আটককৃত একটি ছবি পাঠিয়ে নিশ্চিত করেছেন। এরপরই আমরা জানতে পারি তারা অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক হয়েছেন।
এদিকে, নওঁগা ১৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাদিকুর রহমান ফোন রিসিভ না করলেও; রোকনপুর বিওপির কমান্ডার আব্দুল জাব্বার জানান, এরকম কোন তথ্য তাদের জানা নেই। এমনকি বিএসএফ ও পরিবারের পক্ষ থেকেও কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে এ বিষয়ে বিজিবি অনুসন্ধান অব্যাহত রেখেছেন।
আটককৃত ব্যক্তিরা হলো- মুুকুল, আলিস, দুরুলহোদা ও বাবু। তাদের বাড়ি রাধানগর ইউনিয়নের রোকনপুর ও ধামইল গ্রামে।