বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদা চাইলে তাকে পুলিশে দিন। চাঁদাবাজ, দখলবাজের জায়গা বিএনপিতে নেই। যারা চাঁদাবাজি করে তারা বিএনপির কেউ না। কোনো চাঁদাবাজ, দখলবাজের জায়গা বিএনপিতে হবে না বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, আলহাজ্ব আমান উল্লাহ আমান।
আজ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে চড়াইল নুরুল হক উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৬বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। ঘরে ঠিকমত ঘুমাতে পারেনি। বিএনপি নেতাকর্মীরা শত শত গায়েবী মামলা খেয়েছে। ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করছে। তারা কিছু কিছু বিষয়ে সংস্কার করছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেয়ার জন্য তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান।
আমান বলেন, ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। কেউ যেন ভোটার থেকে বাদ না পড়ে সেইদিকে সবার খেয়াল রাখতে হবে। আগামীতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বিএনপি ক্ষমতায় আসলে কেরানীগঞ্জের উন্নয়ন আবার নতুন করে শুরু হবে। ফ্যাসিস্ট হাসিনা গর্ব করে বলেছিল শেখ মুজিবের মেয়ে পালায় না। কিন্তু এই কথা বলার একদিন পরেই সে দেশ থেকে পালিয়ে গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়ালীউল্লাহ সেলিম, ঢাকা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদ রানা, কেরানীগঞ্জ মডেল থানা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান রিপন সহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।