আন্তর্জাতিক আইন না মেনে জয়পুরহাটের পাঁচবিবির উচনা ঘুনাপাড়া ২৮১ পিলিয়ার এলাকায় ভারত সীমান্তের কিছু অংশে বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠেছে বিএসএফ এর বিরুদ্ধে। বিজিবি খবর পেয়ে কাজ বন্ধ করে। এ ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফ চেষ্টা করে। এলাকাবাসী দেখতে পেয়ে বিজিবিকে খবর দিলে বিজিবির হস্তক্ষেপে কাজ বন্ধ করেছিল। এরপর মঙ্গলবার বিকেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হয়েছে।
এ ব্যাপারে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাহিদ নেওয়াজ জানান, বিজিবির হাটখোলা ক্যাম কমান্ডারের সাথে বিএসএফ পতাকা হয়েছে। বিএসএফ তাদের বেড়া তুলে নিয়ে যাবে তারা আশ্বস্ত করেছেন, আর বেড়া করবেন না জানিয়েছেন। এছাড়াও বিজিবির পক্ষ থেকে বিএসএফকে লিখিত প্রতিবাদ পাঠানো হচ্ছে।