ঢাকা
২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
দুপুর ২:৪৯
প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৪
আপডেট: অক্টোবর ১৫, ২০২৪
প্রকাশিত : অক্টোবর ১৫, ২০২৪

গ্যাস সংকটে প্রায় ৮ মাস ধরে বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

১৯৯১ সালে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে চালু হয় এশিয়া উপ-মহাদেশের বৃহত্তম, দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড। উন্নত গুণগত মানের কারণে ধীরে ধীরে কৃষকের চাহিদার শীর্ষে পৌছায় এখানকার উৎপাদিত সার।

তবে কখনও যান্ত্রিক ত্রুটি, কখনওবা গ্যাস সংকটে সার কারখানায় উৎপাদন ব্যাহত হয়। এ বছরের ১৫ জানুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে উৎপাদনেই যেতে পারেনি প্রতিষ্ঠানটি। এতে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা। আবাদ মৌসুমের আগে উৎপাদন না হলে, কৃত্রিম সার সংকটের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

একজন কৃষক বলেছেন, একদিকে বেকার, অন্যদিকে সার-ও বেশ চড়া মূল্যে কিনতে হয়। আবার সার-এর সংকট-ও রয়েছে। আবাদ মৌসুমের সার পাওয়া যাবে কি না, তা নিয়ে মনে হতাশা কাজ করছে।

প্রায় নয় মাস উৎপাদন বন্ধ থাকায় সবচেয়ে বেশি বিপাকে কারখানার দিনমজুর ও ট্রাক চালকরা। একজন দিনমুজুর বলেন, বাহিরের থেকে সার আসে। যার কারণে, আমাদের কোন ইনকাম নাই। তাই, দিনে এক থেকে দেড়শ’ টাকা কামাই হয়। এভাবে, আমাদের সংসার চলে না।

একজন প্রবীণ জানান, যমুনা সার কারখানা বন্ধ থাকার কারণে শ্রমিক কর্মচারী থেকে শুরু করে এলাকার হাজার হাজার মানুষ বেকার। তারা সবাই মানবেতর জীবনযাপন করছে।

কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় ৩ কোটি টাকা লোকসান গুনছে। এছাড়া সার আমদানিতে সরকারকেও দিতে হচ্ছে মোটা অঙ্কের ভর্তুকি।

যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ফোনে বলেন, কারখানার মেশিনগুলো অত্যাধুনিক। যদি কারখানা বন্ধ থাকে, তাহলে বাতাসের সাথে যেসব ধূলিকণা থাকে, সেসব ধূলিকণাগুলো-ও মেশিনগুলোর জন্য ক্ষতিকর। এছাড়াও, মেশিনগুলো ক্ষয় হতে থাকে। বিশেষকরে, একটা মেশিন বেশ কয়েকদিন বন্ধ থাকার পর চালু করার সময় অনেক রকমের সমস্যার মধ্য দিয়ে যেতে হয়।

আগে ১২০০ থেকে ১৩৫০ মেট্রিকটন সার উৎপাদনে খরচ হতো প্রায় ৪৩ হাজার ঘনফুট গ্যাস। বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ২ হাজার ঘনফুট।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram