ঢাকা
১৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সকাল ১০:০১
প্রকাশিত : জুলাই ১২, ২০২৪
আপডেট: জুলাই ১২, ২০২৪
প্রকাশিত : জুলাই ১২, ২০২৪

প্রবল বৃষ্টিতে টইটুম্বুর ঢাকা

প্রচন্ড বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাট, বাড়িঘর, দোকানপাট পানিতে ডুবে গেছে। এছাড়া রাস্তায় অনেক গাড়ি বিকল হয়েছে বলে জানা গেছে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি করেছে।

এ অবস্থায় রাজধানীবাসীকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য সময় হাতে নিয়ে বের হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির  ট্রাফিক বিভাগ।

এলাকাগুলো হলো- ফকিরাপুল, নয়াপল্টন, বায়তুল মোকাররম, শান্তিনগর, মালিবাগ মোড়, আরামবাগ, প্রগতি সরণি, নিউ মার্কেট, ধানমন্ডি রাপা প্লাজা, বংশাল, মিরপুর রোকেয়া সরণি, দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, টয়েনবি সার্কেল রোড, ধানমন্ডি ২৭, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, কাওরান বাজার, বিজয় সরণি, ঢাকা গেট ভিআইপি রোড, মিরপুর মাজার রোডসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা।

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর শুক্রবার ভোর থেকেই রাজধানীতে শুরু হয় বৃষ্টি। সাপ্তাহিক ছুটির সকালেই ঢাকায় প্রবল বৃষ্টিতে বেকায়দায় পড়ে যান বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী ও অন্যান্য মানুষ।

আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝড়ছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1300 126 624
ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2024 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram