

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা: জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান বলেন, আমরা সব থেকে মজলুম ছিলাম, ৫ তারিখের পরে নেতাকর্মীদের আমরা নির্দেশ দিয়েছিলাম কারো উপর জুলুম করা যাবে না। তাই সাতক্ষীরাসহ সারাদেশে আমাদের নেতাকর্মীরা চান্দাবাজ হয়ে ঝাঁপিয়ে পড়েনি।
তিনি আরো বলেন, আমাদের মতো অনেকেই মাজলুম ছিলেন কিন্তু ৫ তারিখের পরে তাদেরই কেউ কেউ জালেম হয়ে গেলো। ৮শ-১২শ মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, এটা আমরা চাই না।
মঙ্গলবার বেলা ১১ টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের আয়োজনে এক নির্বাচনী জনসভায় জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ক্ষমতায় গেলে জামায়াত চান্দাবাজদের থামিয়ে দেবেন বলে ওয়াদা করেন। এছাড়া তিনি বলেন, বেকারদের ভাতা না দিয়ে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান গড়ে তোলা হবে। অপরদিকে সারাদেশে জামায়াতের নারী কর্মীদের উপর বিএনপি নেতাকর্মীদের হামলার বিষয় নিয়ে তিনি বলেন, যেখানে মা বোনদের উপরে হামলা হবে যুবকদের সেখানেই গিয়ে জবাব নিতে হবে। বলতে হবে তিনি আমার মা।
সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাও. আজিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সাতক্ষীরা-১ আসনের দাড়িপাল্লার প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসার, সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী সাবেক সংসদ গাজী নজরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক প্রমুখ।
জামায়াতের জনসভায় লক্ষ লক্ষ মানুষ অংশ নেয়। সমাবেশে মাঠ ছাপিয়ে রাস্তায় জনসভা রুপ নেয়। এবং জামায়াত নেতাকর্মীরা দাড়িপাল্লার প্রতীক নিয়ে মুহুর্মুহু স্লোগানে আকাশ বাতাশ প্রকম্পিত করে তোলে।

