

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার ভোর পৌনে ৫টায় মর্দাসাদী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার মর্দাসাদী গ্রামের বইচা উদ্দিনের ছেলে মো. নোয়াব আলী (৩৫) এবং মো. সোহেল (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার আর্মি ক্যাম্প হতে একটি দল থানা পুলিশের সহযোগিতায় উপজেলার মর্দাসাদী এলাকায় অভিযান চালিয়ে ২ জন কুখ্যাত ডাকাতকে গ্রেফতার করেন।
সম্প্রতি এলাকায় ডাকাতির প্রবণতা বেড়ে যাওয়ায় এলাকাবাসী আতঙ্কে রাত কাটাতো। ডাকাত আতঙ্কে প্রতি রাত জেগে এলাকাবাসী পাহারা দিতে হচ্ছে। প্রত্যেক রাতেই উপজেলার কোন না কোন এলাকায় ডাকাতির ঘটনা ঘটে চলছে। তাদের দুজনকে গ্রেফতারের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি নেমে এসেছে।
আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা রয়েছে। তাদেরকে মামলা দিয়ে সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং অপরাধীদের গ্রেফতার করতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে যাচ্ছে। এলাকাবাসীর সহায়তায় উপজেলা থেকে সকল অপরাধীদেরকে নির্মূল করা হবে।

