ঢাকা
২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:০৬
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৫
আপডেট: নভেম্বর ২৬, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ২৬, ২০২৫

স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপ ২০২৫-এ চ্যাম্পিয়ন ফকির ফ্যাশন

স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপ ২০২৫ রোমাঞ্চকর এক ফাইনালের মাধ্যমে শেষ হয়েছে। চূড়ান্ত লড়াইয়ে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো-এর সঙ্গে জমজমাট খেলায় ফকির ফ্যাশন লিমিটেড এ বছরের চ্যাম্পিয়ন হয়। পাঁচ-এ-সাইড ফরম্যাটের এ টুর্নামেন্টটি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের অন্যতম বার্ষিক ক্রীড়া আয়োজন, যেখানে শীর্ষ করপোরেট দলগুলো দিনজুড়ে সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা এবং খেলাধুলার আনন্দে যুক্ত হয়।

এবারের আসরে মোট ১২টি শীর্ষস্থানীয় কর্পোরেট দল অংশ নেয়। এই আয়োজন খেলাধুলার মাধ্যমে টিমওয়ার্ক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করতে ব্যাংকটির প্রচেষ্টাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যায়।

অংশগ্রহণকারী সংস্থাগুলোর মধ্যে ছিল আবুল খায়ের গ্রুপ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ব্রিটিশ কাউন্সিল, কোকাকোলা বাংলাদেশ বেভারেজেস লিমিটেড, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ফকির ফ্যাশন লিমিটেড, আইডিএলসি, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, প্রাণ গ্রুপ, রবি আজিয়াটা পিএলসি, স্কয়ার গ্রুপ এবং সামিট গ্রুপ।

এ বছর কয়েকটি ব্যক্তিগত অর্জনও নজর কাড়ে— যেখানে পারফরম্যান্সের ভিত্তিতে নির্বাচিত খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ আবীর হোসেন। সর্বোচ্চ গোলদাতা এবং গোল্ডেন বুট জেতেন মইনুল ইসলাম আকাশ। সেরা গোলরক্ষক ও গোল্ডেন গ্লাভস পান বাহাউদ্দিন। আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি অর্জন করেন হাসিবুল ইসলাম পরশ।

বিজয়ী ফকির ফ্যাশন পাবে লিভারপুল ফুটবল ক্লাবের স্টেডিয়াম, অ্যানফিল্ড-এ ভ্রমণ ও একটি লাইভ ম্যাচ দেখার সুযোগ। এটি স্ট্যান্ডার্ড চার্টার্ডের লিভারপুলের সঙ্গে দীর্ঘদিনের পার্টনারশিপের অংশ, যা ব্যাংকটির স্টেকহোল্ডারদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরির লক্ষ্য প্রকাশ করে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার, নাসের এজাজ বিজয় বলেন, “আমি সকল অংশগ্রহণকারী দলকে তাদের উদ্দীপনা ও অঙ্গীকারের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। এই টুর্নামেন্টটি শুধু জয়-পরাজয়ের নয় বরং আনন্দ, বন্ধুত্ব এবং আমাদের গ্রাহকদের সাথে বিদ্যমান মূল্যবান সম্পর্ক উদযাপনের একটি মাধ্যম। লিভারপুল ফুটবল ক্লাবের সঙ্গে আমাদের অংশীদারিত্ব নিয়ে আমি গর্বিত। সেই সাথে আমি অ্যানফিল্ডে বিজয়ী দলের অভিজ্ঞতা সম্পর্কে জানার অপেক্ষায় আছি। আবারও সবাইকে অভিনন্দন, বিশেষ করে ফকির ফ্যাশনকে, এই শিরোপা জেতার জন্য।”

ফকির ফ্যাশন লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর, ফকির কামরুজ্জামান বলেন: “স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপ ২০২৫ জেতা আমাদের জন্য খুবই গর্বের বিষয়। এই বিজয়ের মূল ভিত্তি ছিল আমাদের দৃঢ় সংকল্প ও প্রচেষ্টা। টুর্নামেন্টের পুরো যাত্রা ছিল চমৎকার, সাথে চ্যালেঞ্জ এবং স্মরণীয় মুহূর্তে ভরা। খেলাধুলার মাধ্যমে করপোরেট দলগুলোকে একত্রিত করে এ ধরনের আয়োজনের জন্য আমরা স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতি কৃতজ্ঞ।”

বিগত বছরগুলোতে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ সফলভাবে সাতবার এসসি কাপ আয়োজন করেছে। এটি করপোরেট পেশাজীবীদের জন্য একটি প্ল্যাটফর্ম, যেখানে তারা নিজেদের মাঝে বন্ধন দৃঢ় করতে, ফুটবল দক্ষতা বাড়াতে এবং খেলাধুলার প্রতি তাদের আগ্রহ উদযাপন করতে পারে। পূর্ববর্তী চ্যাম্পিয়নদের মধ্যে রয়েছেন ইউনাইটেড গ্রুপ, গ্রামীণফোন, বাংলা ট্র্যাক, রবি এবং ইয়ুথ গ্রুপ।

স্ট্যান্ডার্ড চার্টার্ড ২০১০ সাল থেকে লিভারপুল ফুটবল ক্লাবের গর্বিত অংশীদার। এই বৈশ্বিক পার্টনারশিপ দক্ষতা, সকলের অংশগ্রহণ এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে সংযোগ গড়ার প্রতিশ্রুতির প্রতিফলন। স্ট্যান্ডার্ড চার্টার্ড কাপ এই পার্টনারশিপের একটি বিশেষ উদ্যোগ, যা ক্লায়েন্ট, স্টাফ এবং স্টেকহোল্ডারদের একত্রিত করে ফুটবলের প্রতি তাদের আগ্রহ উদযাপন করার সুযোগ দেয় এবং একই সঙ্গে টিমওয়ার্ক ও কমিউনিটি স্পিরিটকে উৎসাহিত করে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram