

রাজধানীতে শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে দুটি ভূকম্পন অনুভূত হয়েছে। এরমধ্যে ঢাকার বাড্ডায় উৎপত্তি হওয়া ভূমিকম্পের মাত্রা ছিলো ৩.৭। আর নরসিংদীর পলাশে ৪.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
তবে এখন পর্যন্ত কোথাও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে প্রায় ৩২ ঘণ্টার ব্যবধানে দেশে ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে।
এর আগে, ২৪ ঘণ্টার ব্যবধানে আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে আশুলিয়ার-বাইপাইল এলাকায় ভূকম্পন অনুভূত হয়। যদিও এর উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে ২৯ কিলোমিটার দূরে নরসিংদীর পলাশে। ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিলো ৩ দশমিক ৩।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবায়েত কবীর জানান, শনিবার সন্ধ্যা ছয়টা ছয় মিনিট চার সেকেন্ডে একটি ভূমিকম্প হয়, যার উৎপত্তিস্থল বাড্ডা। এর এক সেকেন্ড পর নরসিংদীতে ৪.৩ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।
রুবায়েত কবীর আরও জানান, একটি বড় ভূমিকম্প হলে পরবর্তী কয়েক ঘণ্টা বা কয়েকদিন ধরে এ ধরনের মৃদু কম্পন অব্যাহত থাকতে পারে।
অপরদিকে, ভূমিকম্পের পর একদিকে যেমন জনমনে দেখা দেয় শঙ্কা, তেমনি ভূমিকম্পের উৎপত্তিস্থল নিয়েও সৃষ্টি হয় তথ্য বিভ্রাট।
এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় রাজধানী ঢাকাসহ এর আশেপাশের এলাকায়। এটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, এর উৎপত্তিস্থল ছিল নরসিংদী, যার গভীরতা প্রায় ১০ কিলোমিটার।

