

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ফিন্যান্স বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থী মীর নূরনবীর চিকিৎসার জন্য অভিনব পদ্ধতি গ্রহণ করেছে শাখা ছাত্র অধিকার। নূরনবী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষে অধ্যয়নরত আছেন।
আজ রবিবার (০৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হেঁটে হেঁটে শিক্ষার্থীদের কাছে ফুল বিক্রি করে নূরনবীর চিকিৎসার জন্য অর্থ সাহায্য তুলতে দেখা গিয়েছে তাদের।
ফিন্যান্স বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আল শাহরিয়ার শাওন জানান, মীর নূরনবী ২০১৭ সালে এসএসসি পরীক্ষার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। পরবর্তীতে তার বাম পা কেটে ফেলতে হয়। কিন্তু হাল ছাড়েনি নূরনবী। অদম্য সাহস আর স্বপ্ন নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে ভর্তি হয়। প্রতিদিন সাভার থেকে ৫৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়মিত ক্লাস করেন নূরনবী। ইতোমধ্যে সম্পন্ন করেছেন ৭টা সেমিস্টার। ক্যান্সারটি এখন তার ফুসফুসে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরা দ্রুত চিকিৎসা শুরু করার পরামর্শ দিয়েছেন, কিন্তু অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় আপনাদের ছোট সহায়তাই নূরনবীর জন্য নতুন জীবনের আলো হয়ে উঠতে পারে। আসুন মানবতার বন্ধনে আমরা সবাই এক হয়ে নূরনবীর পাশে দাঁড়াই।
অভিনব এই পদ্ধতিতে চিকিৎসার অর্থ সাহায্য সংগ্রহের ব্যাপারে জানতে চাইলে শাখা ছাত্র অধিকারের সভাপতি একেএম রাকিব বলেন, অনেকেই অনেকভাবে নূরনবীর জন্য অর্থ সংগ্রহ করছে। আমরা ভিন্নভাবে অর্থসংগ্রহের চিন্তা করলাম। এজন্য এ পদ্ধতি গ্রহণ করা। ফুলের বিনিময়ে অর্থ সাহায্য বিষয়টিতে শিক্ষার্থীদের বেশ সাড়া পাচ্ছি। শিক্ষার্থীরা বেশ আন্তরিকতা দেখিয়েছে।
রাকিব আরো বলেন, আমরা ৫০০ ফুল নিয়ে এসেছি। এখান থেকে মোটামুটি ৭০% বিক্রি করা শেষ। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল সময় শেষ হওয়ার আগেই আমরা শেষ করতে পারবো বলে আশাবাদী। শিক্ষার্থীরা ফুলপ্রতি সর্বনিম্ন দশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ, একশো টাকা দিচ্ছে। এছাড়া শিক্ষকদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছি। তারা দুইশো, পাঁচশো টাকা পর্যন্ত দিয়েছে। আমরা আশাবাদী নূরনবীর চিকিৎসার জন্য ভালো একটা পরিমাণ অর্থ সংগ্রহ করতে পারবো। আমরা আগামীকালও আবার নামবো অর্থ সংগ্রহ করার জন্য।

