ঢাকা
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৪
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫
আপডেট: নভেম্বর ৯, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৯, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ধূমপানমুক্ত ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে পুরো হল প্রাঙ্গণকে ধূমপানমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেছে। শিক্ষার্থীদের ধারাবাহিক প্রচেষ্টা, সচেতনতা ও ইতিবাচক উদ্যোগের ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব হয়েছে। আজ সকালে (৯ নভেম্বর’২৫) জিয়া হল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও জানানো হয়, শিক্ষার্থীরা হল প্রশাসনের কাছে স্বাক্ষরিত আবেদনপত্রের মাধ্যমে তাদের দাবি উপস্থাপন করেন। শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রতি সম্মান জানিয়ে হল প্রশাসন আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলকে ‘ধূমপানমুক্ত প্রাঙ্গণ’ হিসেবে ঘোষণা করেন। পাশাপাশি, হল প্রাঙ্গণে ধূমপানকে দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় এবং এ সংক্রান্ত সাইনবোর্ড হলের প্রধান প্রবেশদ্বারে স্থাপন করা হয়।

এই পরিবর্তনের পেছনে ‘আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং’ স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারা গত কয়েক মাস ধরে হলের অভ্যন্তরে ধূমপানমুক্ত পরিবেশ সমর্থনকারী আবাসিক শিক্ষার্থীদের কক্ষগুলোতে ‘ধূমপানমুক্ত সাইনেজ’ স্টিকার সংস্থাপন, রুম-টু-রুম প্রচারণা এবং সোশ্যাল মিডিয়া সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি তারা একটি ধূমপানবিরোধী স্টুডেন্ট ক্লাব গঠনের উদ্যোগ গ্রহণ করে, যা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব ও সচেতনতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখে।

মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের এই সিদ্ধান্ত ক্যাম্পাসে একটি সুস্বাস্থ্যময় ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে। উদ্যোগটি অন্য হল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকেও ধূমপানমুক্ত ক্যাম্পাস গঠনে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram