ঢাকা
৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৭
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৫
আপডেট: নভেম্বর ৫, ২০২৫
প্রকাশিত : নভেম্বর ৫, ২০২৫

জকসু নির্বাচন ২২শে ডিসেম্বর

জাহিদুল ইসলাম রিফাত, জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ডিসেম্বেরের ২২ তারিখ। ভোট গণনা সম্পন্ন হওয়া সাপেক্ষে একইদিনে অথবা পরের দিন অর্থাৎ ডিসেম্বরের ২৩ তারিখে ফলাফল ঘোষণা করা হবে।

বুধবার (৫ই নভেম্বর) শহিদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।

এসময় তিনি বলেন, ৫ই নভেম্বর জকসু নির্বাচনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে চূড়ান্ত আচরণ বিধিমালা প্রকাশ করা হবে। এরপর দিন, ৬ই নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৯ এবং ১০ নভেম্বর ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১২ই নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র গ্রহনের জন্য প্রার্থীরা ১৩, ১৬ এবং ১৭ নভেম্বর, এই তিনদিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত সময় পাবেন। ১৭ এবং ১৮ই নভেম্বর সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় পাবেন। ১৮ই নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

১৯ ও ২০শে নভেম্বর মনোনয়ন পত্র বাছাই শেষে ২৩শে নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪, ২৫ এবং ২৬শে নভেম্বর সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত প্রার্থীদের আপত্তি গ্রহন ও নিষ্পত্তি করা হবে। ২৭ ও ৩০শে নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ৩রা ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন তিনদিন। ৪, ৭ ও ৮ই ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত তারা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। ডিসেম্বরের ৯ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। ২২শে ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা হওয়া সাপেক্ষে ঐদিনই অথবা তারপরের দিন ২৩শে ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

জকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://jnucsu.jnu.ac.bd) পাওয়া যাবে।

সর্বশেষ
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online)
news@bd-sangbad.com, ads@bd-sangbad.com
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram