রাজধানীর আরমানিটোলায় একটি বাসার সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহবায়ক সদস্য মোঃ জোবায়েদ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬.০০ টায় রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি তখন টিউশনিতে যাচ্ছিলেন।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি বলেন, 'ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী মারা গেছেন। ঐ বাসায় তার টিউশনি ছিল। এখনো কোন কারণ নিশ্চিত হওয়া যায়নি। আমরা তদন্ত করছি।'
জোবায়েদের মৃত্যুর খবর নিশ্চিত করে পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবু সাইদ মোঃ রিপন রউফ বলেন, 'আমি আরেকটু আগেই জেনেছি জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি অত্যন্ত মর্মাহত, এই মুহুর্তে কথা বলতে পারছিনা।'
জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের উপদেষ্টা জাফর আহম্মেদ বলেন, 'জুবায়েদ হোসেন আমার ছোট ভাই ছিলো। তার এমন অমস্কিক মৃত্যুতে আমি হতভম্ব। সে আমাদের ছাত্রদলের বর্তমান কমিটির আহবায়ক সদস্য ও জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণের বর্তমান সভাপতি। আজকেও তার সাথে আমার কথা হয়েছিলো। মাগরিবের একটু আগে আমরা এই খবর পেয়ে এখানে আসি। তার এমন পরিণতি মেনে যাওয়া যায় না। আমি তার হত্যার বিচার চাই।'
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, 'আমাদের ভাই জবি ছাত্রদলের আহবায়ক সদস্য জুবায়েদ কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। হত্যাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।'