কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে এক জেলে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোনাগাড়ি এলাকার তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ওই ব্যক্তির নাম রহিম উদ্দিন (৬০)। তিনি সোনাগাড়ি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, তিস্তা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নদীরে পড়ে নিখোঁজ হন রহিম উদ্দিন। পরে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নদীতে তল্লাশি শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ ব্যক্তির সন্ধানে নদীতে তল্লাশি করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো তার সন্ধান পাওয়া যায়নি।