রাজবাড়ীর পাংশায় এক যুবককে চোখ-মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। বুধবার (১৪ মে) রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের তেলিগাঁতি প্রাইমারি স্কুল এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এর আগে, বুধবার বিকেলে মৌরাট ইউনিয়নের তেলিগাঁতি গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহত ওই যুবকের নাম মুকুল মন্ডল (৩৬)। তিনি উপজেলার মৌরাট ইউনিয়নের জীবন নালা গ্রামের বিশু মন্ডলের ছেলে।
স্বজনরা জানায়, বুধবার বিকেলে চরহরিণডাঙ্গা স্কুল মাঠে বসে ছিল মুকুল। সে সময় ৪টি মোটরসাইকেলে ৮-১০ জনের মতো দুর্বৃত্তরা এসে চোখ-মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যায়। পরে তেলিগাঁতি গ্রামে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে ফেলে রাখে। রাত সাড়ে ৮টার দিকে পুলিশ গিয়ে তেলিগাঁতি প্রাইমারি স্কুল এলাকা থেকে মুকুলকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ওই যুবককে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি পাংশা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে।