ছোটবেলা থেকে আমি গানের প্রতি বেশ আসক্ত ছিলাম, গুনগুনিয়ে গান গাইতাম সবসময়। আর তাইতো পরিবারের সবাই আমাকে গান পাগল শাওন হিসেবে ডাকতো। বর্তমানে গানের সাথে কাটছে আমার জীবন। সংগীতকে সাথে নিয়ে বিশ্ব জয় করতে চাই।
কথাগুলো সময়ের বেশ জনপ্রিয় মিউজিসিয়ান শাওন মিয়ার। যিনি একজন পেড বাদক হিসেবে ইতিমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন। দেশসেরা জনপ্রিয় কণ্ঠশিল্পীদের সাথে দেশের বিভিন্ন জেলায় বর্তমানে স্টেজে ব্যস্ত সময় পার করছেন তিনি।
শাওন মিয়ার জন্ম ও বেড়ে ওঠা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায়। ছোটবেলায় স্থানীয় একাডেমিতে নিয়মিত গান শিখতেন, পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো রপ্ত করেন তিনি। পরবর্তীতে তবলাও প্যাড বাদক হিসেবে বেশ সুনাম অর্জন করেন তিনি।
বিভিন্ন দিবস ছাড়াও প্রতি নিয়তই স্টেজ ও টেলিভিশনে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। দেশের সেরা কন্ঠ শিল্পীদের সাথে বর্তমানে তিনি কাজ করছেন। তার মধ্যে লতিফ সরকার, মৌসুমী হাসান চিশতি বাউল, মনির খান, শাহনাজ বাবু উল্লেখযোগ্য।
গান নিয়ে স্বপ্ন কি জানতে চাইলে এই মিউজিসিয়ান বলেন, গানই আমার জীবন গানই আমার মরণ, আমৃত্যু সঙ্গীতের সাথে থাকতে চাই। একজন মিউজিসিয়ান হিসেবে দেশের মানুষের ভালবাসা কুড়াতে চাই, পাশাপাশি দেশের বাহিরে সকল মানুষের কাছে নিজেকে পরিচয় করাতে চাই।