ঢাকা
৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৫৪
প্রকাশিত : মে ৪, ২০২৫
আপডেট: মে ৪, ২০২৫
প্রকাশিত : মে ৪, ২০২৫

সিঙ্গাপুরের নির্বাচনে টানা ১৪ বারের মতো ক্ষমতাসীন পিএপি’র জয়

দক্ষিণ-পূর্ব এশিয়ার নগররাষ্ট্র সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪ বারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মধ্য দিয়ে দেশটিতে টানা ৬ দশক ধরে চলা পিএপি’র শাসন আরও দীর্ঘতর হতে যাচ্ছে। ১৯৬৫ সালে স্বাধীনতা পাওয়ার আগে থেকেই দেশটির ক্ষমতায় রয়েছে দলটি। খবর, সিএনএন’র।

শনিবার (৩ মে) অনুষ্ঠিত হয় দেশটির পার্লামেন্ট নির্বাচন। পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতে জয় পেয়েছে পিএপি।

নির্বাচন বিভাগের ঘোষণা অনুযায়ী, ভোট গণনা শেষে পিএপি ৮২টি সংসদীয় আসনে বিজয়ী হয়েছে। এর আগেই তারা ৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল। বিরোধী ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসনে অবস্থান ধরে রেখেছে।

পিএপি’র জনপ্রিয় ভোট শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৫.৬ শতাংশে, যা ২০২০ সালের প্রায় রেকর্ড-নিম্ন ৬১ শতাংশের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। পিএপি সমর্থকরা স্টেডিয়ামে পতাকা উড়িয়ে উল্লাসে মেতে ওঠেন বিজয়ের আনন্দে।

বিরোধীদলগুলো বলছে, সংসদে তাদের শক্তিশালী উপস্থিতি রাজনৈতিক ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করবে। তবে তারা বারবারই পিছিয়ে পড়ছে, সম্পদের ঘাটতি, একতা না থাকা এবং বিচ্ছিন্ন জনসমর্থনের কারণে। অনেক সমালোচক গেরিম্যান্ডারিং বা নির্বাচনী এলাকার ইচ্ছেমতো পুনর্বিন্যাসকেও পিএপি’র সুবিধা হিসেবে দেখছেন।

নির্বাচনের বেসরকারী ফলাফল প্রকাশ হতেই সিঙ্গাপুরের জনগণ ও দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওংকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram