ঢাকা
৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ১১:০৪
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৫
আপডেট: এপ্রিল ১৩, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমাণ আম কিনতে চায় চীন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: আম প্রসিদ্ধ চাঁপাইনবাবগঞ্জ থেকে বিপুল পরিমাণ আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে চীন। শনিবার (১২ এপ্রিল) বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার কয়েকটি আমবাগান পরিদর্শনে এসে এ আগ্রহ প্রকাশ করেছেন চীনের আমদানিকারক মিঃ শু উই। এসময় গোছানো আমবাগান দেখে পছন্দ করেন তারা। পরে শিবগঞ্জ পৌর এলাকার একাডেমি মোড়ে আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র পরিদর্শন করেন।

শিবগঞ্জ পৌর এলাকার আম চাষি ও উদ্যোক্তা আহসান হাবিব বলেন, আমার বাগান বিকেলে পরিদর্শন করেছেন চীনের একজন আমদানিকারক। দেখে বাগান থেকে সরাসরি আম কেনার আগ্রহ প্রকাশ করেছেন। কোন মাধ্যম ছাড়া সরাসরি চীনে আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো।

আম চাষি ইসমাইল খান শামীম বলেন, চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন চীনা আমদানিকারক। তারা আমাদের কাছে আম কিনতে চায়। এভাবে আম রপ্তানি করতে পারলে চাঙ্গা হবে জেলার অর্থনীতি। লাভবান হব আমরা।

আম উদ্যোক্তা ও বাগানমালিক আহসান হাবিব বলেন, কয়েক বছর ধরে বাংলাদেশের রপ্তানিকারকরা ঢাকার স্থানীয় বাজারে আম কিনে রপ্তানি করে আসছে। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে চাষিরা। তাই খেয়াল রাখতে হবে চীনা আমদানিকারকরা যেন সরাসরি চাষিদের কাছে থেকে আম কেনেন।

শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নয়ন মিয়া বলেন, শনিবার বিকেলে চীনের একজন আমদানিকারক উপজেলার উদ্যোক্তা আহসান হাবিবেরসহ কয়েকটি আমবাগান পরিদর্শন করেছেন। তাদের ভাষ্য চাঁপাইনবাবগঞ্জের প্রায় ১ লাখ ২০ হাজার মেক্টিক টন চায়নাতে চাহিদা রয়েছে, প্রথম পর্যায়ে তারা ১০০০ টন এবং ভালো হলে পাঁচ হাজার টনসহ বিপুল পরিমাণ আম আমদানি (চায়নাতে রপ্তানি) করতে চায়। আমরা আশাবাদী। তাদের সব ধরনের সহযোগিতা আমরা করব। এতে চাঙ্গা হবে জেলার অর্থনীতি। লাভবান হবেন চাষি।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram