ঢাকা
৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রাত ৪:৫৬
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৫
আপডেট: এপ্রিল ১৩, ২০২৫
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৫

আলোচিত ছাত্রদল নেতা জাকির খানের কারামুক্তি

নারায়ণগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে মুক্ত নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আলোচিত নেতা জাকির খান। এসময় তার নেতাকর্মী ও অনুসারীরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে বরণ করে নেন।

রোববার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জাকির খান মুক্তি পান। সকাল থেকে তার অনুসারীরা জেল গেটে ভিড় জমাতে থাকেন। এরপর অপেক্ষা প্রহর শেষে সকাল সাড়ে ১০টায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয়-স্বজন ও নেতাকর্মীরাসহ উচ্ছ্বসিত জনতা কারা ফটক থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ফিলিস্তিনের পতাকা নেড়ে আনন্দ উল্লাস করে। পরে গাড়িতে চড়ে বিশাল বহর নিয়ে তিনি পুরো শহর ঘুরে শোডাউন দেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, সন্ত্রাসবিরোধী একটি মামলায় পাঁচ বছরের সাজার মেয়াদ শেষ হলে জাকির খানকে মুক্তি দেওয়া হয়।

জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, জাকির খানের বিরুদ্ধে ৩৩টি মামলা ছিল। এর মধ্যে ৩২টিতে তিনি বেকসুর খালাস পেয়েছেন। বাকি একটি মামলায় তিনি জামিনে আছেন।

আইনজীবি আরও বলেন, বেশ কিছুদিন আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী একটি মামলা হয়েছিল। সেই মামলায় আজ তিনি সাজা শেষ করে মুক্তি পেয়েছেন।

উল্লেখ্য, জাকির খান হত্যা মামলাসহ সর্বমোট ৩৩টি মামলার আসামি ছিলেন। দীর্ঘদিন দেশের বাহিরে পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‍্যাব-১১'র একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর পরবর্তীতে কয়েকটি ধাপে এসকল মামলায় জামিন পান তিনি। সর্বশেষ চলতি বছরের ৭ জানুয়ারি মাসদাইরের ব্যবসায়ী নেতা সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি বেকসুর খালাস পান।

প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮, মোবাইল: +880 2-8878026, +880 1840 474666 +880 1736 786915, 
+880 1300 126 624, ইমেইল: online.bdsangbad@gmail.com (online), news.bdsangbad@gmail.com (print), ads.bdsangbad@gmail.com (adv) 
বাংলাদেশ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2025 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram