চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে কুড়িগ্রামের চিলমারীতে একটি গ্রামের ১শ-দেড়শ মানুষ ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। রোববার সকাল ৯টায় উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি হাজিপাড়া গ্রামে অবস্থিত দারুস সুন্নাহ মডেল মাদরাসা মাঠে জামাতটি অনুষ্ঠিত হয়।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় সৌদি আরবের সাথে মিল রেখে রোববার (৩০ মার্চ) সকাল ৯টায় উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের দক্ষিণ নটারকান্দি হাজিপাড়া গ্রামের ১০০ থেকে ১৫০ জন মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। পুলিশি নিরাপত্তা নিয়ে তারা জামাত আদায় করেন।
স্থানীয় মুসল্লিরা জানান, প্রতি বছর তারা সৌদি আরবের সাথে মিল রেখে রমজানের রোজা পালনসহ ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাজ আদায় করে থাকেন।
দক্ষিণ নটারকান্দি হাজিপাড়া কওমি মাদ্রাসার পরিচালক ও ঈদুল ফিতর নামাজের ইমাম হাফেজ আবু সাঈদ জানান, আমরা হাজিপাড়া গ্রামের মুসলিমরা বিশ্বব্যাপী (সাওয়ালের চাঁদ উঠে গেলে সিয়াম রাখা যাবে না নিয়মে) একই দিনে ইসলামী কর্মকান্ড পালনের দলিলের ভিত্তিতে ২০০৬ সাল থেকে চাঁদ দেখা স্বাপেক্ষে ঈদের নামাজ আদায় করে আসছি। সে মোতাবেক রোববার সকাল ৯টায় ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।
ঢুষমারা থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ওই গ্রামে ঈদের নামাজ আদায় হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঈদের নামাজকে ঘিরে পুলিশি নিরাপত্তা প্রদান করা হয়েছিল।