বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর বাউফলের ১৪ গ্রামের চট্টগ্রামের চন্দনাইশ মমতাজিয়া শাহ সুফি এলাহাবাদ দরবার শরিফের অনুসারী প্রায় ২৬ হাজার মুসলিম ঈদ উৎসবে মেতে উঠেছে।
সকাল সাড়ে ৯ টায় ঈদের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয় উত্তর চদ্রপাড়া শাহ সুফি মমতাজিয়া জাম মসজিদে। ওই নামাজে খুতবা প্রদান করেন শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মো. রাশেদ।
মসজিদের সভাপতি আলী আহম্মদ খান জানান, হানিফী মাযহাবের মত শাওয়াল মাসের চাঁদ পশ্চিম আকাশে দেখা দেওয়ার সংবাদ পেলে সকলের জন্য ঈদ করা ওয়াজিব হয়ে যায়।
উপজেলার বগা, বানাজোরা, বামনিকাঠী, ধাউড়াভাঙ্গা, চাঁদপাল, সাবুপুরা, রাজনগর, শাপলাখালী (পুরাতন), শাপলাখালী (নতুন), কনকদিয়া, সূর্দী, দ্বিপাশা, গোসিংগা, মদনপুরা, চদ্রপাড়া, মাঝপাড়া, তাঁতেরকাঠী ও কাশিপুর গ্রামের পরিবারগুলো আজ পবিত্র ঈদুল ফিতর উৎসব পালন করছেন। ঈদ উপলক্ষে গ্রাম গুলাত আনন্দ বিরাজ করছে। একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ শুভেচ্ছা বিনময় করেন।