যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি মার্কেটে ঢুকিয়ে দিয়েছে। এতে বাসের ৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ জানান, যমুনা লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব ১২-২২৮৯) একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিলো। পথিমধ্যে যশোর-চুকনগর মহাসড়কের চিনেটোলা বাজার পৌঁছালে ড্রাইভার ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারায়। এরপর বাসটি সরাসরি সড়কের পাশে মার্কেটের মধ্যে ঢুকে যায়। এতে বাসের যাত্রী সাতক্ষীরার ইয়াসিন, আলামিন গাজী (২৬),আব্দুল মান্নান (৩৬), রেহেনা পারভীন রিক্তা (২৩), খুলনার লিটন (৩০) ও গাড়ির হেলপার কুষ্টিয়ার ইউসুফসহ ৯ জন আহত হন। আহতদের মধ্যে তিনজনকে গুরুতর অবস্থায় পার্শ্ববর্তী কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসক।
তিনি আরো জানান, বাসটি উদ্ধারে উদ্যোগ নেয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।