মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
ওইদিন রাত নয়টার দিকে অভিযুক্ত ধর্ষক শাহ আলম (৪০) বোরকা পড়ে পালিয়ে যাওয়ার সময় শঠিবাড়ী এলাকায় তাকে আটক করে স্থানীয় জনতা। এসময় উত্তম-মধ্যম দিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এদিকে রাত ১০টার দিকে ধর্ষকের ফাঁসির দাবিতে মিঠাপুকুর ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি গ্রামে ওই শিশুটির বাড়ি। শিশুটি স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার সকালে শিশুটি প্রতিদিনের ন্যায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিলো। এসময় শিশুটি উপজেলার চিথলী পশ্চিম পাড়ায় আসা মাত্র ওঁৎ পেতে থাকা ওই গ্রামের দুই সন্তানের জনক শাহ আলম (৪০) শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে রাস্তার পাশে একটি ভুট্টাখেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়রা শিশুটির কাঁন্না শুনতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়ে দেয়। ধর্ষক পালিয়ে যায়। রাত নয়টার দিকে ধর্ষক শাহ আলম বোরকা পড়ে পালানোর সময় শঠিবাড়ী এলাকায় তাকে আটক করে উত্তম-মধ্যম দেয় স্থানীয়রা। পরে চিথলী রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। স্থানীয় কয়েকজন বলেন, ধর্ষণের দায়ে অভিযুক্ত আলম এলাকায় বখাটে ছেলে হিসেবে পরিচিত। ইতিপূর্বেও বিভিন্ন সময় মেয়েদেরকে উত্ত্যক্ত করতো। আমরা তার ফাঁসি চাই।
এদিকে, ধর্ষকের ফাঁসির দাবিতে রাত ১০টার দিকে মিঠাপুকুর ফ্লাইওভারের নিচে বিক্ষোভ মিছিল করে থানার সামনে অবস্থান নেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় ধর্ষকের শাস্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিঠাপুকুর থানা চত্বর। স্লোগানে ধর্ষকের মৃত্যুদন্ড দাবি সহ দেশব্যাপী ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম রফিক বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। স্থানীয়দের সহযোগীতায় আসামীকেও গ্রেফতার করা হয়েছে।